দেশীয় সংস্কৃতি বুকে ধারণ করে উন্নয়নের কাজ করতে হবে: এমপি মজনু


deshlive প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন /
দেশীয় সংস্কৃতি বুকে ধারণ করে উন্নয়নের কাজ করতে হবে: এমপি মজনু

রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুর-ধুনট নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ বহু রক্তের বিনিময়ে অর্জিত বাংলার ঐতিহ্য দেশীয় সংস্কৃতি বুকে ধারণ করে দেশের উন্নয়নের নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব সাফল্য গাঁথা উন্নয়নের মধ্যে দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিশ্বের দরবারে স্মাট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ।
১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শেরপুর সরকারি ডিজে হাইস্কুল খেলার মাঠে মাস ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া ৫ শেরপুর ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান মজনু উপরোক্ত কথাগুলো বলেন।
সবুজ ট্রেডার্সের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও মেলা কমিটির সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. কামাল হোসেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি সাইফুল বারি ডাবলু, মোহাম্মদ আলী মন্টু,বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ লাইভ/স্বজন