ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ‘কাদিপুর একতা যুব সংঘ’


deshlive প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন /
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ‘কাদিপুর একতা যুব সংঘ’

শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে প্রয়লংকারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছে পশ্চিম পাগলার সামাজিক সংগঠন ‘কাদিপুর একতা যুব সংঘ’।

বুধবার (১০ এপ্রিল) দুপুর ২ টায় পশ্চিম পাগলার কাদিপুর গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের ৩টি ক্যাটাগরিতে অর্থ সহায়তা দিয়েছে সংগঠনটি।

এরমধ্যে ৫ হাজার করে ২ পরিবার, ৪ হাজার করে ৩ পরিবার এবং ২ হাজার করে ১৫টি পরিবারসহ মোট ২০টি পরিবারের মাঝে মোট ৫২ হাজার টাকা বিতরণ করা হয়। সংগঠনের সদস্যের দেওয়া অনুদান ছাড়াও ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় ও প্রবাসীদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মাহবুব আলম, অনিক আহমেদ কামাল, আব্দুল মোতালিব ও সংগঠনের সভাপতি মেহেদী হাসান রনি।

অর্থ সহায়তা প্রদানকালে স্থানীয় মুরব্বি নছর আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরব্বি আমিরুল হক, স্থানীয় গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, কুহিনুর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, আলাল হোসেন প্রমূখ।

দেশ লাইভ/স্বজন