ওরশের নিকটবর্তী স্থানে একইসময়ে তাফসিরুল কোরআন মাহফিলের ঘোষণা


deshlive প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৬:২৫ পূর্বাহ্ন /
ওরশের নিকটবর্তী স্থানে একইসময়ে তাফসিরুল কোরআন মাহফিলের ঘোষণা

ময়মনসিংহের নান্দাইলে ওরশের নিকটবর্তী স্থানে তাফসিরুল কোরআন মাহফিলের ঘোষণা দিয়েছেন স্থানীয়রা। শনিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলার নান্দাইল চৌরাস্তায় ওরশ বন্ধের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এই ঘোষণা দেন স্থানীয় প্রবীণ ব্যক্তি শামসুল আলম আকন্দ শমশের।

জানা যায়, উপজেলার গাংগাইল ইউনিয়নে অধ্যাপক শাহজাহান স্যারের ভক্তরা দীর্ঘদিন ধরে ওরশের আয়োজন করে থাকে। সেখানে হাজার হাজার লোকের সমাগম হয়৷ ওরশকে কেন্দ্র করে মাদক ও জুয়ার আসর বসে৷ প্রশাসনের তদারকি ও অভিযান সত্বেও এসব অপকর্ম প্রতিবছর মার্চের ৮, ৯ ও ১০ এই ৩ দিন ব্যাপী চলে। সম্প্রতি ধনারামা গ্রামেরই একটি ওয়াজ মাহফিলে স্থানীয় আলেম আরিফ বিল্লাহ এই ওরশের প্রতিবাদে বক্তব্য দেয়৷ তারই জের ধরে অধ্যাপক শাহজাহান স্যারের ছেলে মামুন আরিফ বিল্লাহকে লাঞ্চিত করে৷

এর প্রতিবাদে আলেম ও স্থানীয় মুসুল্লিরা প্রতিবাদ সমাবেশ করে৷ সমাবেশ থেকে ওরশ বন্ধের ঘোষণা আসে। পরবর্তীতে প্রশাসনিকভাবে তারা ওরশ বন্ধের জন্য আবেদনও করে। শনিবার ডাকা মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে মুসুল্লীরা নান্দাইল চৌরাস্তায় সমবেত হয়৷

এতে বক্তব্য প্রদানকালে ধনারামা গ্রামের প্রবীণ ব্যক্তি শামসুল আলম আকন্দ শমসের ঘোষণা দেন, আগামী ৮, ৯ ও ১০ মার্চ ধনারামা মধ্যপাড়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে মাত্র ৩০০ গজের মধ্যে একইসাথে ওরশ ও তাফসিরুল কোরআন মাহফিলের সময়সূচিকে কেন্দ্রে করে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, আমি ওরশ ও তাফসিরুল কোরআন মাহফিল কোনোটার জন্যই অনুমতি দেইনি। উভয়পক্ষকেই জানিয়ে দিয়েছি জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পুলিশের বিশেষ শাখায় আবেদন করার জন্য৷

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

দেশ লাইভ/স্বজন